নয়া ঘোষণা মুখ্যমন্ত্রীর তরফে

বাংলার শাড়ী জনপ্রিয় সর্বত্র। এবার বাংলার এই শাড়ী নিয়ে নতুন ভাবনা চিন্তা রাজ্যের মুখ্যমন্ত্রীর তরফে। যদিও এই পরিকল্পনার কথা মুখ্যমন্ত্রী আগেও জানিয়েছেন। এবার এই পরিকল্পনাকে সত্যি করতে করা হলো নয়া ঘোষণা, মুখ্যমন্ত্রী জানান প্রতিটি ব্লকে খোলা হবে বাংলার শাড়ি আউটলেট। এমনকি এই আউটলেটের ফ্রাঞ্চাইজিও দেওয়া হবে।

শাড়ির পাশাপাশি এই আউটলেটে পাওয়া যাবে অন্যান্য জামা কাপড়। বাংলার শাড়ি শুধু নয়, অন্যান্য জামা কাপড়ও থাকবে। মমতার কথায়, “এখন তো বালুচরিও পাজামা-পাঞ্জাবিও হয়, বালুচরির প্যান্ট, কোট হচ্ছে! সরকারের তরফ থেকে এক্সক্লুসিভ বাংলার শাড়ির দোকান দেব। যেমনভাবে বিশ্ব বাংলা একটা ব্র্যান্ড হয়েছে, তেমনই দোকান হবে।”

প্রসঙ্গত এর আগে মুখ্যমন্ত্রী একাধিকবার বাংলার শাড়ি নিয়ে প্রশংসা করেছেন। তার মুখে বাংলার তাঁত নিয়ে শোনা গেছে বিভিন্ন ইতিবাচক মন্তব্য। এদিন মুখ্যমন্ত্রীর মুখে গয়না শিল্প ও হোসিয়ারি শিল্পের কথাও শোনা যায়। সব মিলিয়ে, মুখ্যমন্ত্রী উদ্যোগ যে একেবারেই অভিনব তা বলাই বাহুল্য।