রাজ্যে বেড়ে চলেছে ডেঙ্গির সংখ্যা

গত মাস থেকে শুরু হয়েছে বর্ষার মরশুম, যদিও চলতি বছর দেরীতেই প্রবেশ করেছে বর্ষা৷ আর বর্ষা মানেই ডেঙ্গির উপদ্রব৷ এবারও রাজ্যে ক্রমেই উর্ধ্বমুখী ডেঙ্গির গ্রাফ৷ জেলায় জেলায় বাড়ছে ডেঙ্গির দাপট৷ স্বাস্থ্য বিশেষজ্ঞরা অবশ্য এ বিষয়ে আগেই সচেতন করেছিলেন। গত বছরের চেয়ে চলতি বছর রাজ্যে সংক্রমণের হার অনেকটাই বেশি।

তবে ডেঙ্গির অতি সংক্রামক প্রজাতি এ রাজ্যে জাঁকিয়ে বসেনি। বরং যে স্ট্রেনের কারণে সংক্রমণ ছড়াচ্ছে সেটা খুব বেশি প্রাণঘাতী নয়। তাই আক্রান্তের সংখ্যা বাড়লেও, জটিল রোগের প্রকোপ সে ভাবে চোখে পড়ছে না৷ ডেঙ্গির চার প্রজাতির মধ্যে পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি ছড়িয়েছে ডেন-৩ প্রজাতি৷  স্বাস্থ্যভবনে জমা পড়েছে রিপোর্ট।

বিশেষজ্ঞদের কথায়, ডেঙ্গিতে নতুন নতুন উপসর্গ দেখা দিচ্ছে৷ যার জেরে রোগ নির্ণয় করতেই অনেক বেশি সময় লেগে যাচ্ছে। রক্ত পরীক্ষার মাধ্যমে ধরা পড়ছে ডেঙ্গি। পরবর্তী সময়ে এই প্রজাতি চরিত্র বদল করে আরও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে, জানিয়েছেন বিশেষজ্ঞরা।