প্রকাশিত হলো আসন্ন লোকসভা নির্বাচন নিয়ে সমীক্ষার আপডেট

লক্ষ্য এখন একটাই, আগামী বছরের লোকসভা নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছে শাসকবিরোধী সকলেই। সব ঠিকঠাক চললে লোকসভায় এবার এনডিএ ভার্সাস ইন্ডিয়া। সম্প্রতি এই নিয়ে সামনে এসেছে সমীক্ষার আপডেট।

রিপোর্ট অনুযায়ী বিরোধী মহাজোট INDIA কে পরাস্ত করে এবারও ক্ষমতায় আসতে চলেছে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন NDA সরকার। সমীক্ষা অনুযায়ী দিল্লির মোট ৫২ শতাংশ ভোট পেতে চলেছে BJP অর্থাৎ অর্ধেকের থেকেও বেশি ভোট আসতে চলেছে বিজেপির ঝুলিতে। কেজরিওয়ালের আম আদমি পার্টি পাবে ২৫ শতাংশ। কংগ্রেস পাবে ১৭ শতাংশ আসন।

সমীক্ষার রিপোর্ট অনুযায়ী ৪২টি লোকসভা আসন বিশিষ্ট পশ্চিমবঙ্গে BJP পেতে পারে ১০টি আসন। বাংলার শাসকদল মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস ঝুলি ভরে ৩০টি আসন পেতে পারে। BJP পেতে পারে ৩৬ শতাংশ ভোট। সেখানে তৃণমূল পেতে পারে ৪৮ শতাংশ ভোট। কংগ্রেস পাবে % বামফ্রন্ট পেতে পারে % ভোট।