বিনামূল্যে সুযোগ সুবিধা পাওয়ার দিন দিন প্রতিদিন বেড়ে চলেছে বাজার দর। বাড়তে থেকে প্রতিটা জিনিসের কারণে মধ্যবিত্তের রাত্রের ঘুম উড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে রাজ্যবাসীর সুবিধার কথা মাথায় রেখে সরকারের তরফে বড় ঘোষণা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, বীরভূমে দেউচা–পাচামি তৈরি হচ্ছে সাধারণ মানুষের উপকারের জন্য।
মুখ্যমন্ত্রী বলেন, “ওখানে যা কয়লা উৎপাদন হবে, তাতে বিদ্যুতের অভাব হবে না আগামী ১০০ বছরে।” পাশাপাশি মুখ্যমন্ত্রীর আশ্বাস কয়লা উৎপাদন বৃদ্ধি পেলে কমবে বিদ্যুতের দাম। আদিবাসী, সংখ্যালঘু ও সাধারণ মানুষ খুব সাহায্য করেছে দেউচা–পাচামি প্রকল্পে।কয়েক লক্ষ মানুষের কর্মসংস্থান হবে দেউচা–পাচামি প্রকল্পে। এই প্রকল্পের মধ্যে সরাসরি চাকরি হবে এক লক্ষ মানুষের। এছাড়াও আনুষাঙ্গিক শিল্পগুলোতে চাকরি পাবেন কয়েক লক্ষ মানুষ। ফলে উপকৃত হবেন মুর্শিদাবাদ, বর্ধমান, বীরভূম, মালদার লোকেরা।