লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটার দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভায় অনুমতি দিল না পুলিস। তবে আদালত থেকে ছাড়পত্র পেল বিজেপি। বাঁকুড়ার সিমলাপালে বিজেপির সভার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট।
১৭ মে সিমলাপালে বিজেপির সভার অনুমতি দিল আদালত। দুপুর ৩টে থেকে সন্ধে ৭টা পর্যন্ত সভার অনুমতি বিচারপতি রাজাশেখর মান্থার। এই প্রসঙ্গে বাঁকুড়া জেলা বিজেপি সভাপতি সুনীল রুদ্র মণ্ডল জানান, পুলিসে অনুমতি না মেলায় সিমলাপালে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পূর্ব নির্ধারিত সভা বাতিল করা হয়েছে।
এই বিষয়ে তীব্র প্রতিক্রিয়া দেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক তথা সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোও। তিনি বলেন, ‘পুলিসের এখন প্রধান কাজ বিজেপিকে আটকানো। বিজেপির কর্মসূচী দেখে এই রাজ্যের শাসক দল আতঙ্কিত। তাই পুলিস নিজস্ব কাজ না করে বিজেপিকে আটকাতে চাইছে। রাজ্যের মানুষ সব দেখছেন, আগামী দিনে এর প্রভাব পঞ্চায়েত নির্বাচনে পড়বে।’