বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ এই পরিস্থিতিতে ডিএ বাবদ ২২ হাজার টাকারও বেশি ঢুকতে চলেছে সরকারি কর্মীদের ব্যাংক অ্যাকাউন্টে। আগামী হোলির আগেই এই টাকা ঢুকতে পারে ব্যাংক অ্যাকাউন্টে।
চলতি ফেব্রুয়ারি বা আগামী মার্চ মাসে কেন্দ্রীয় সরকার মহার্ঘ ভাতা ঘোষণা করতে পারে। ফলে জানুয়ারি থেকে মার্চ মাস, তার সাথে এপ্রিল মাসের বেতন যুক্ত হয়ে মোটা টাকা ঢুকবে সরকারি কর্মীদের ব্যাংক অ্যাকাউন্টে। তাই আগামী মার্চ মাস কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য লক্ষ্মী মাস হতে পারে।
জানা যাচ্ছে এই DA কার্যকর হতে পারে চলতি বছরের জানুয়ারি মাস থেকে। সরকার মহার্ঘ ভাতার ঘোষণা করলে জানুয়ারি থেকে মার্চ মাসের ভাতা যুক্ত হবে কর্মীদের বেতনের সাথে। তার সাথে থাকবে এপ্রিল মাসের ভাতা। ধারণা করা হচ্ছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ৪ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি করতে চলেছে সরকার।