ভারত চীনকে পেছনে ফেলেছে। জাতিসংঘের পরিসংখ্যান অনুসারে, এই দেশটি জনসংখ্যার দিক থেকে শুধুমাত্র এই কয়েক বছরেই নয়, শতাব্দীর শেষের দিকেও শীর্ষে থাকবে এবং আগামী শতাব্দী পর্যন্ত তা অব্যাহত থাকবে। ‘World Population Prospects 2024’ নামে জাতিসংঘের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ২০৬০ সালে ভারতের জনসংখ্যা ১৭০ কোটিতে পৌঁছবে। বিশ্বে শীর্ষে থাকবে ভারত। সেই সময়ে চীনের জনসংখ্যা কিছুটা কমার পূর্বাভাস দেওয়া হয়েছে। ২০৬০ সালে চীনের জনসংখ্যা ১২০ মিলিয়ন হবে বলে অনুমান করা হয়েছে। এই সমীক্ষাটি বের করেছে রাষ্ট্রপুঞ্জের ইউনাইটেড নেশনস ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যান্ড সোশ্যাল অ্যাফেয়ার্স-জনসংখ্যা বিভাগ।
শুধু এই শতাব্দীতে নয়, আগামী শতাব্দীতেও অর্থাৎ ২১০০ সালে ভারত জনসংখ্যার দিক থেকে শীর্ষে থাকবে। কিন্তু সে সময় ভারত ও চীনে জনসংখ্যা অনেক কমে যাবে। ভারতের জনসংখ্যা ২১০০ সালে ১.৭ বিলিয়ন থেকে ১.৫ বিলিয়ন কমতে পারে। অন্যদিকে চীনের জনসংখ্যা এক ধাক্কায় অনেক কমে যাবে। সে দেশের জনসংখ্যা দাঁড়াতে পারে ৬৩ কোটি। জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী, আগামী ৫০-৬০ বছর জনসংখ্যা বৃদ্ধির পর ভারতের জনসংখ্যা ১২ শতাংশ কমবে।