অভিনব পদ্ধতিতে সুপারি গাছের মধ্যে দেশি পান চাষ করে অবিশ্বাস্য সাফল্য পেলো এক পান চাষী

অভিনব পদ্ধতিতে সুপারি গাছের মধ্যে দেশি পান চাষ করে অবিশ্বাস্য সাফল্য পেলো এক পান চাষী। এমনই পান চাষের সন্ধান পাওয়া গেল জলপাইগুড়ি সদর ব্লকের বোয়ালমারী নন্দনপুর অঞ্চলের হসপিটাল পাড়া এলাকায়। সেখানকার জনৈক চাষী স্বপন বারুই বেশ কয়েকটি সুপারি গাছের মধ্যে দেশি পান চাষ করে আর্থিকভাবে স্বাবলম্বী।

স্বপন বাবু বলেন, বিনা খরচে বিনা পরিশ্রমে সুপারি গাছে পান চাষ করে যথেষ্ট ফলন পাচ্ছেন তিনি। তিনি আরো বলেন, এই পান প্রতিবছরই প্রতিনিয়ত বিক্রি করা যায়।এবং সারা বছর ধরেই বিক্রি করা যায়। প্রতিনিয়ত বিক্রি করে অনেকটাই আর্থিক উপার্জন করতে পারছেন তিনি। যেটা কোনো সিজনালী চাষের ক্ষেত্রে সম্ভব নয়। তাই স্বল্প খরচে সুপারি গাছে পান চাষ করে আর্থিকভাবে স্বাবলম্বি হওয়ার জন্য অন্যান্য চাষীদেরও আহ্বান জানান স্বপন বাবু।