অন্যান্য জাতীয় উদ্যানের সাথে আজ অর্থাৎ ১৬ই জুন থেকে পর্যটকদের জন্য ৩ মাসের জন্য বন্ধ হয়ে গেলো গরুমারা ও চাপরামারী অভয়ারণ্যও। আগামী ৩ মাস পর্যটকরা জঙ্গলে ঢুকতে পারবে না। মূলত বর্ষার এই সময় বন্য জন্তুর দের প্রজননের সময়। এই সময় যাতে কোনোভাবেই বন্য জন্তুরা বিরক্ত না হয় সেই কারণে প্রতিবছর ১৬ই জুন থেকে জঙ্গলে প্রবেশ পর্যটকদের জন্য বন্ধ করে দেওয়া হয়। তিন মাস বন্ধ থাকার পর পুজোর আগে ফের একবার খুলবে জঙ্গল। অনেক পর্যটক জঙ্গল বন্ধের খবর না জানার জন্য, বন্ধের দিনে মুর্তি থেকে জঙ্গলে যাওয়ার জন্য পর্যটক দের ভিড় ছিল ভালোই। মুর্তি টিকিট কাউন্টার থেকে টিকিট কাটতে আসেন বহু পর্যটক। মুর্তি থেকে চাপরামারী সহ অন্যান্য নজর মিনার যাওয়ার জন্য পর্যটকরা এদিন আসেন।
পর্যটন ব্যাবসায়ী শেখ জিয়াউর রহমান বলেন, তিন মাস জঙ্গল বন্ধ থাকলেও পর্যটকরা ডুয়ার্সে আসতে পারেন। বর্ষায় ডুয়ার্স আরো সুন্দর হয়ে ওঠে। ডুয়ার্সের বিভিন্ন অফবিট জায়গা গুলোকে বর্ষায় পর্যটকরা উপভোগ করতে পারেন।