‘কেন্দ্রীয় সরকার রাজ্য বনদপ্তরের প্রতি বঞ্চনা করছে’-রাজ্য বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক

কেন্দ্রীয় সরকার রাজ্য বনদপ্তরের প্রতি বঞ্চনা করছে, অর্থ না দেওয়ার দরুন বক্সা ব্যাঘ্র প্রকল্পের কোর এলাকার বাসিন্দাদের স্থানান্তরিত করা যাচ্ছে না তাদের পূর্নবাসন করা যাচ্ছেনা এবং এর ফলে বক্সাতে বাঘ আনার প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে। আলিপুরদুয়ারে ফরেস্ট রেঞ্জ অফিসারের সম্মেলনে এসে এ কথা জানান রাজ্য বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।
এ বিষয়ে উল্লেখ্য, বক্সাতে বাঘ আনবে বলে বক্সায় জঙ্গলে ১৯ টি বনবস্তিকে অন্যত্র স্থানান্তর করা হবে। ইতিমধ্যেই বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে ঘেরা গাঙ্গুটিয়া ও ভুটিয়া বনবস্তি মানুষের সাথে এ নিয়ে ইতিমধ্যেই চুক্তি হয়েছে বনদপ্তরের। এছাড়া আরো সাতটি বনবস্তির সাথেও কথা হয়েছে। এর জন্য এই সমস্ত বনবস্তির সকল প্রাপ্ত বয়স্কদের ১৫ লক্ষ টাকা দেওয়া হবে।
তবে বনমন্ত্রী অভিযোগ করেন, ‘কেন্দ্র রাজ্যের বনদপ্তরের প্রতি বঞ্চনা করছে এবং এখনও টাকা দিচ্ছে না। এর কারনে বনবস্তিদের অন্যত্র স্থানান্তর করা যাচ্ছে না। এবং বাঘ আনতে বিলম্ব হচ্ছে কেননা ১৯ টি বনবস্তিকে স্থানান্তরিত করা না গেলে বাঘ আনা যাবেনা।’