নেওয়া সিদ্ধান্ত সরকারের, ঘোষণা রাজ্যের মুখ্যসচিবের তরফে

বাঙালির কাছে দুর্গাপূজা একটা আবেগ। রাজ্য বা দেশের গন্ডি ছাড়িয়ে ইউনেস্কোর স্বীকৃতি পেয়ে বর্তমানে গোটা বিশ্বের দরবারে সমাদৃত বাঙালির দুর্গোৎসব। বছরভর পুজোর কয়েকটা দিনের অপেক্ষায় থাকেন সকলে। ইতিমধ্যেই অনুদান ঘোষণা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এর মাঝে এবার পুজোর ছাড়পত্র নিয়ে বড় ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যসচিব বিপি গোপালিকা। পুজোর ছাড়পত্র দেওয়ার ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে অনলাইন ব্যবস্থা চালু করার নির্দেশ দেন। ইতিমধ্যেই দক্ষিণ ২৪ পরগণার জেলাশাসন পুজো সংক্রান্ত একটি ওয়েবসাইট বানিয়ে ফেলেছেন।

সেটাকেই মডেল হিসেবে তুলে ধরার প্রস্তাব দেওয়া হয়েছে। নথিপত্রও ওখানেই জমা করতে হবে। এরপর আবেদনপত্র দেখে জেলা প্রশাসনের তরফ থেকে বিদ্যুৎ, দমকলের অনুমোদন দেবে। জেলার সমস্ত পুজোর তথ্য যাতে কেন্দ্রীয়ভাবে জেলাশাসকের ওয়েবসাইটে থাকে, সেই কারণেই এই নতুন নিয়ম চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।