কোচবিহারের রাস উৎসবে এবার ছোট্ট রাসচক্র কেনার সুযোগ পাচ্ছেন ভক্তরা

মদনমোহনের রাস উৎসবে এবার রাসচক্র ঘোরানোর পাশাপাশি রাসচক্রের অনুকরণে তৈরি ছোট্ট রাসচক্র কেনার সুযোগ পাচ্ছেন ভক্তরা। কোচবিহার রাস মেলার মূল রাস চক্রের আদলে ছোট ছোট রাস চক্র বানিয়ে মেলা প্রাঙ্গণে তথ্য সংস্কৃতি দপ্তরে বিক্রির ব্যবস্থা করলেন কোচবিহার এক নং কালীঘাট রোডের বাসিন্দা সুবল সূত্রধর। দুই আকৃতি এবং উচ্চতার রাস চক্র পাওয়া যাচ্ছে তার কাছে। ৬০০ টাকা থেকে শুরু করে বারো হাজার টাকা দামের পর্যন্ত রাস চক্র রয়েছে তার কাছে। হাজার হাজার ভক্ত সমাগম হয় কোচবিহার রাসমেলায়। তাদের হাতে এই রাস চক্র তুলে দেওয়ার উদ্দেশ্যকে সামনে রেখে সুবল বাবুর এই উদ্যোগ।
জানা যায়, গত প্রায় একমাস থেকে তিনি কাজ করে যাচ্ছেন। একটি রাসচক্র বানাতে একদিনের বেশি সময় লাগে। মেলায় তার এই পরশা সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করবে বলেই দাবি তার।