বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে অন্য ভাতা বৃদ্ধির বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার।
তবে সকলে নয়, রাজ্যের সরকারি শিক্ষকদের একাংশ এবার থেকে বর্ধিত হারে বিশেষ ভাতা পেতে চলেছেন। জানিয়ে রাখি, উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ তরফে উচ্চমাধ্যমিক পরীক্ষা ব্যবস্থা পরিচালনার সঙ্গে যুক্ত শিক্ষকদের জন্য ৫ থেকে ৭ গুণ পর্যন্ত অতিরিক্ত ভাতার ঘোষণা করা হয়েছে।
উচ্চমাধ্যমিক পরীক্ষাকেন্দ্রের ইনচার্জ, সেন্টার সেক্রেটারি এবং ভেন্যু সুপারভাইজারদের এই ভাতা বৃদ্ধি করা হয়েছে। একলাফে সাত গুন ভাতা বাড়ানো হয়েছে। রিপোর্ট অনুযায়ী এই ভাতা বৃদ্ধির জন্য রাজ্য সরকারের অতিরিক্ত ৮০ লাখ টাকা খরচ হতে চলেছে।