জলপাইগুড়ি সেবা গ্রাম ক্লাবের পুজোয় দেখা যাবে ইন্ডিয়া গেট

জলপাইগুড়ি সেবা গ্রাম ক্লাব ও পাঠাগারের উদ্যোগে ৬৪ তম বছরে তারা ইন্ডিয়া গেট উপহার দিতে চলেছেন। আর এরই কাজ চলছে  জোর-কদমে। মূলত ৫৪ ফিটের উচ্চতা বিশিষ্ট প্রায় ভারতের ঐতিহ্য ইন্ডিয়ার গেট যার অনুকরণে তৈরি হচ্ছে প্লাই দিয়ে।

কাজ চলছে জোর কদমে।এ বিষয়ে  পূজা কমিটির সম্পাদক চন্দ্রদীপ ঘোষ বলেন আমাদের পুজোর এবার বিশেষ আকর্ষণ ভারতের ঐতিহ্য ঐতিহ্যবাহী ইন্ডিয়ার গেট যার কাজ জোর কদমে চলছে।

আমরা জলপাইগুড়ি বাসিকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই পুজো মণ্ডপ টি দেখার জন্য।