পাথরের কালী মূর্তি তৈরি করে তাক লাগিয়ে দিলেন জলপাইগুড়ির পুরোহিত প্রবীর মজুমদার

ইচ্ছে থাকলেই উপায় হয়। সেটাই প্রমাণ করে দেখালেন জলপাইগুড়ির পাতকাটা কলোনীর বাসিন্দা পেশায় পুরোহিত প্রবীর মজুমদার। দীর্ঘ প্রায় দশ মাস ধরে পাথরের কালী মূর্তি তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন জলপাইগুড়ির পাহাড়পুর পাতকাটা কলোনীর পুরোহিত প্রবীর মজুমদার। পেশায় তিনি পুরোহিত, অবসর সময়ে টোটো চালান তিনি।একমাত্র ছেলে ও স্ত্রীকে নিয়ে কষ্টের সংসার।বাড়িতেই মন্দির করার স্বপ্ন দেখেছিলেন তিনি। অর্থ সংকটের ফলে প্রবীর বাবু নিজেই অল্প অল্প করে অর্থ সঞ্চয় করে দীর্ঘ কয়েক বছরের পর মন্দির তৈরি করেছেন। এরপর তিনি নিজেই পাথরের কালী মূর্তি বানিয়ে এলাকায় তাক লাগিয়ে দিয়েছেন। প্রবীর বাবুর পিতা রবীন্দ্রনাথ মজুমদার পেশায় পুরোহিত ছিলেন। তারও জনপ্রিয়তা ছিল যথেষ্ট। রবীন্দ্রনাথ বাবুর মৃত্যুর পর ছেলে প্রবীর বাড়িতে মন্দির বানিয়ে নিজের হাতে পাথরের কালী মূর্তি বানিয়ে তিন দিনব্যাপী ঘটা করে নিষ্ঠার সাথে পুজো করে এলাকার মানুষের হাতে প্রসাদ তুলে দিলেন।এই কাজের জন্য সাধুবাদ জানিয়েছেন বাসিন্দারা। গত সোমবার থেকে শুরু হওয়া ভৈরবী মা এর দ্বারউদঘাটনের অনুষ্ঠান বুধবার প্রসাদ বিতরণের মধ্য দিয়ে এই পুজোর সমাপ্তি ঘটে।