সকালে কিংবা রাতে অনেকেই খাবার গরম করে খেয়ে নেন।তবে এটা কি জানেন যে এমন অনেক খাবারই আছে যা আমদের গরম করে খাওয়া উচিত্ নয়। না জানলে জেনে নিন জেনে নিন কোন খাবার গুলো একদমই গরম করে খাবেন ন।
শরীরের বিভিন্ন ঘাটতি পূরণের জন্য চিকিত্সকরা ডিম খাওয়ার পরামর্শ দেন তাদের পরামর্শ নিয়ে আমরা ডিম খেয়ে থাকি কিন্তু আগে থেকে সেদ্ধ করা ডিম দ্বিতীয়বার গরম করবেন না যা পেটের জন্য ক্ষতিকর, ডিমের মতোই চিকেনও দ্বিতীয়বার গরম করে খাবেন না শরীরের জন্য ক্ষতিকর।
এছাড়া সবজির মধ্যে, আলুর ও মাশরুম এর দ্বিতীয়বার তৈরি কোনও খাবার গরম করে খাবেন না তার মধ্যে থাকা সমস্ত প্রোটিন নষ্ট হয়ে যায়এবং তার পরিবর্তে ক্ষতিকর উপাদানের জন্ম হয় যা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর।পালং শাক আমাদের শরীরের জন্য খুবই উপকারী তার মধ্যে থাকা প্রচুর পরিমাণে আয়রন এবং আরও অনেক উপকারী উপাদানের ফলে কিন্তু এই উপকারী পালং শাকও ক্ষতিকর হয়ে যায় আমাদের শরিরের জন্য দ্বিতীয় বার গরম করে খেলে।