ডিজিটাল লেনদেনের জন্য UPI 123PAY সহ Nokia 105 (2023) এবং 106 (4G) ফিচার ফোন

C-সিরিজ রেঞ্জে ৫০MP ডুয়াল ক্যামেরা সহ প্রথম স্মার্টফোন C32 লঞ্চ করল Nokia। উল্লেখ্য, ফ্যাশনেবল ডিজাইন, পাওয়ারফুল ইমেজের Nokia C32 স্মার্ট ফোনটি হল Android-এর 13 ভার্সন। তিনটি চোখ ধাঁধানো ডুয়াল টোন তথা চারকোল, ব্রীজি মিন্ট এবং বিচ পিঙ্ক কালারে Nokia C32 দুটি ভ্যারিয়েন্টে উপলব্ধ।

 Nokia C32 ৭GB + ৬৪GB এবং ৭GB ও ১২৮GB। যার দাম যথাক্রমে- ৮,৯৯৯ টাকা ও ৯,৪৯৯ টাকা। ৫০MPAI ডুয়ালমেইন ক্যামেরা এবং ৮MP সেলফি ক্যামেরা সহ Nokia C32 স্মার্ট ফোনটির ফ্রন্ট এবং ব্যাক ক্যামেরাতে রাতে ছবি তোলার জন্য রয়েছে বেসপোক দিয়ে সজ্জিত নাইট মোড। যা অল্প আলোতে উন্নত মানের ছবি তুলতে সাহায্য করে।

এছাড়া  Nokia C32-র উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল যে এটি  সুপার ব্যাটারি সেভার অ্যানড্রয়েড। যা একবার চার্জ দিলে তিন দিন পর্যন্ত চলবে। সি-সিরিজের এই Nokia C32-ফোনটিতে রয়েছে দুই  বছরের নিরাপত্তা আপডেট ও এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি।