১৬.৫ কেজি গাঁজাসহ গ্রেফতার একজন

ফাঁসিদেওয়ার ঘোষপুকুর টোলপ্লাজায় দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার একটি বাসে অভিযান চালিয়ে উদ্ধার হল ১৬ কেজি ৫০০ গ্রাম গাঁজা। ঘটনায় গ্রেফতার বাসের চালক।

জানা গিয়েছে, রবিবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে ফাঁসিদেওয়ার ঘোষপুকুর সংলগ্ন টোলপ্লাজায় অভিযান চালিয়ে শিলিগুড়ি থেকে কলকাতাগামী দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার একটি বাস আটক করে বিধাননগর তদন্ত কেন্দ্র ও ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ।

সেই বাসে থাকা একটি ব্যাগে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ১৬ কেজি ৫০০ গ্রাম গাঁজা। চালকের কথায় অসঙ্গতি পাওয়ায় গ্রেফতার করা হয় তাকে। ধৃত বাস চালকের নাম দেবালু চক্রবর্তী।নদীয়ার বাসিন্দা। সোমবার ধৃতকে শিলিগুড়ি আদালতে পাঠানো হয়েছে। গোটা ঘটনার তদন্তে পুলিশ।