এক ডিলার থেকে অন্য এক ডিলারের কাছে কার্ড ট্রান্সফারের প্রতিবাদে বিডিও অফিসে বিক্ষোভ

এক ডিলার থেকে অন্য এক ডিলারের কাছে কার্ড ট্রান্সফারের প্রতিবাদে চোপড়া বিডিও অফিসে বিক্ষোভ দেখাল রেশন গ্রাহকরা। এই ঘটনায় চোপড়া বিডিও অফিস চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

জানা গিয়েছে, দীর্ঘ কয়েক বছর ধরে স্থানীয় বাসিন্দা অসিত পাল নামে এক ডিলারের কাছ থেকে রেশন সংগ্রহ করতেন গ্রাহকরা। আচমকা প্রায় ৩ হাজার গ্রাহকদের রেশন কার্ড অন্য এক রেশন ডিলারের কাছে ট্রান্সফার করে দেওয়া হয়। গ্রাহকরা রেশন নিতে গেলে তারা জানতে পারেন তাদের কার্ড দুরে অন্য এক রেশন ডিলারের কাছে ট্রান্সফার করে দেওয়া হয়েছে। বিষয়টি জানতে পেরে ক্ষোভে ফেটে পড়েন রেশন গ্রাহকরা। এরপর মঙ্গলবার চোপড়া বিডিও অফিসে এসে বিক্ষোভ দেখাতে শুরু করে রেশন গ্রাহকরা।
গ্রাহকদের দাবি, তারা আগে যে ডিলারের কাছে রেশন নিতেন তার কাছে থেকেই রেশন নিবেন অন্য কোথাও যাবেন না। এই দাবি নিয়ে আজকে তারা বিক্ষোভ দেখান।অন্যদিকে, এই ঘটনার জেরে বিডিও অফিস চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে চোপড়া থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।