এবারের দুর্গাপুজোয় বিদেশিদের ঢল নামতে পারে কলকাতায়। ইউনেস্কো কলকাতার দুর্গাপুজোকে স্বীকৃতি দেওয়ায় বিদেশিদের বাড়তি আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে তিলোত্তমা। প্রায় ১৭ হাজার পর্যটক কলকাতায় আসতে পারেন বলে অনুমান করেছেন পর্যটন দফতর। এই আবহে হাওড়া ও শিয়ালদা স্টেশনে ‘হাই অ্যালার্ট’ জারি করল রেল।
রেল সূত্রে খবর, স্টেশনের পাশাপাশি রেল লাইনের ধারে ঘনবসতিপূর্ণ যেসব এলাকায় দুর্গাপুজো হচ্ছে সেখানেও বাড়তি নিরাপত্তা নেওয়া হচ্ছে। তবে জানা গিয়েছে যে দুর্গাপুজোর কদিন রেললাইনের ধারে ২৪ ঘণ্টা প্রহরী মোতায়েন করা হবে। এছাড়াও স্টেশনগুলিতে পরিচ্ছন্নতার দিকেও বাড়তি জোর দেওয়া হচ্ছে। জানিয়েছেন দুর্ঘটনা এড়াতেই রেল এমন পদক্ষেপ নিয়েছেন।