কিশোরীকে যৌন নির্যাতন করে খুনের ঘটনার প্রতিবাদে ছাত্র ধর্মঘট

কোচবিহারের খাপাইডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকার নাবালিকার ধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কাজ কোচবিহার জেলা জুড়ে পালিত হচ্ছে ছাত্র ধর্মঘট। এসএফআই এবং অল ইন্ডিয়া ডিএসও এর পক্ষ থেকে আজ ছাত্র ধর্মঘটের ডাক দেওয়া হয়। এদিন সকাল থেকেই সংগঠনের তরফে কোচবিহারের স্কুলগুলোর সামনে পিকেটিং শুরু করেছে। প্রবেশপথে দলীয় পতাকা ও পোস্টার লাগিয়ে দেওয়া হয়।

আন্দোলনকারীদের তরফে জানানো হয়, তৃণমূল ও বিজেপির শাসনে কোনও মহিলাই সুরক্ষিত নয়। দিন দিন ধর্ষণ, খুন বেড়েই চলেছে। দোষীদের কঠোর শাস্তির দাবিতে এই ছাত্র ধর্মঘট করা হয়েছে। প্রসঙ্গত, গত ১৮ই জুলাই কোচবিহারের খাপাইডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা ১৪ বছরের একটি কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠে কয়েকজনের বিরুদ্ধে। সে স্থানীয় শাহজাহান হাইস্কুলের নবম শ্রেণির ছাত্রী ছিল। বুধবার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে ওই কিশোরীর মৃত্যু হয়। ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। দোষীদের কঠোর শাস্তির দাবিতে সমস্ত স্কুল-কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার জন্য এসএফআই এবং ডিএসও-র তরফে বুধবারই মাইকে করে বিভিন্ন জায়গায় প্রচার করা হয়। তাঁরা মিছিলও করে। এরপর এদিন সকাল থেকেই ছাত্র ধর্মঘটের সমর্থনে তাঁদের পথে দেখা যায়।