বর্ষবরণে মাতলো শহর শিলিগুড়ি

আজ বাংলা নববর্ষ। ১৪২৯-কে বিদায় জানিয়ে বাংলা ক্যালেন্ডারে নতুন বছর ১৪৩০-কে স্বাগত জানানোর পালা। নতুন জামা, দোকানে হালখাতা, শুভেচ্ছা, মিষ্টিমুখ, নতুন বছরের আবাহনে মেতে উঠেছে বাংলা৷ বাংলা নববর্ষকে স্বাগত জানাতে প্রতিবারের মতো এবছরও শিলিগুড়ির নৃত্যগোষ্ঠী অর্চকের পক্ষ থেকে শিলিগুড়ির বাঘাযতীন ময়দানের সামনের রাস্তা সুসজ্জিত আলপনা দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে। আজ পয়লা বৈশাখে রয়েছে একাধিক কর্মসূচি। এদিন সকাল থেকেই বাঘাযতীন ময়দানে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান। হাজার শিল্পীর কন্ঠে গান। শিলিগুড়ি পুরনিগমের উদ্যোগে শহরে বেরিয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা। এদিন এই শোভাযাত্রা শিলিগুড়ি বাঘাযতীন পার্ক থেকে বেরিয়ে শহরের প্রধান রাস্তা পরিক্রমা করে। এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব সহ অন্যান্যরা।