কোচবিহার এক নম্বর ব্লকের ফলিমারী গ্রাম পঞ্চায়েতের ৩৮ নম্বর বুথে বিজেপির এজেন্ট মাধব বিশ্বাসের মৃত্যুর পর শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। আজ ৩৮ নম্বর বুথে পুনঃ নির্বাচন। নির্বাচনের দিন সকাল থেকেই ৩৮ নম্বর বুথে ভোটারদের লম্বা লাইন। কিন্তু সেই লম্বা লাইনে দেখা মিলল না মাধব বিশ্বাসের পরিবারের।
মাধব বিশ্বাসের পরিবার একদিকে যেমন শোকাহত অন্যদিকে, আতঙ্কে নিজেদের ঘর বন্ধ করে রেখেছেন। ভোটগ্রহণ কেন্দ্রে ভোট দিতে যাওয়ার ইচ্ছা থাকলেও আতঙ্কের কারণে তারা ভোটগ্রহণ কেন্দ্রে যাওয়ার সাহস জোগাতে পারছিল না। তারা চাইছিল নিরাপত্তা। ভোট গ্রহণ কেন্দ্রে গেলে আবার যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই আতঙ্কেই তারা ভোটগ্রহণ কেন্দ্রে যাওয়া থেকে নিজেদের বিরত রেখেছিল। সংবাদমাধ্যম তাদের বাড়ি পৌঁছতেই তারা দাবি জানায় ভোটগ্রহণ কেন্দ্রে যাওয়ার জন্য তারা নিরাপত্তা চায়। বিজেপির স্থানীয় নেতৃত্বরা আশ্বস্ত করলেও তারা সাহস যোগাতে পারে না। অবশেষে পুলিশ প্রশাসনের সহযোগিতায় পুলিশ ভ্যানে তাদের নিয়ে যাওয়া হয় ভোটগ্রহণ কেন্দ্রে। কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় এবং পুলিশের সহযোগিতায় তারা ভোট গ্রহণ কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করে। ভোট গ্রহণ কেন্দ্রে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার। তাদের ভোটাধিকারের পর তারা একটাই দাবি জানায় মাধব বিশ্বাসের মৃত্যুর বিচার চায়।