শিলিগুড়িতে রামনবমীর শোভাযাত্রায় থাকছে ৮১টি ট্যাবলো, জোর প্রস্তুতি শহরে

আগামী ৩০শে মার্চ রামনবমী উপলক্ষে শ্রী রাম নবমী মহোৎসব সমিতির তরফে বিশাল শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। সোমবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে এক সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন শ্রী রাম নবমী মহোৎসব সমিতির সদস্যরা।

আগামী ৩০শে মার্চ শিলিগুড়ির মাল্লাগুড়ি হনুমান মন্দির থেকে সকাল ১০টা ১৫ মিনিট নাগাদ শুরু হবে শোভাযাত্রা। শোভাযাত্রাটি মহাত্মাগান্ধী মোড় হয়ে বিভিন্ন রাস্তা পরিক্রমা করে এসএফ রোডের হিন্দি হাইস্কুলে শেষ হবে। চম্পাসারি, শিবমন্দির,বাগডোগরা, ফাঁপড়ি, ফুলবাড়ি সহ বিভিন্ন জায়গা থেকে শোভাযাত্রা বেরিয়ে মূল শোভাযাত্রার সঙ্গে মিলিত হবে। নিরাপত্তা, অ্যাম্বুলেন্স সহ বিভিন্ন ব্যবস্থা থাকবে। শোভাযাত্রায় বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে ৮১ টি ট্যাবলো। আযোধ্যার রাম মন্দির, কাশী বিশ্বনাথ মন্দির, মথুরার শ্রীকৃষ্ণজন্মভূমি ট্যাবলোর মাধ্যমে তুলে ধরা হবে। শোভাযাত্রায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ব হিন্দু পরিষদের অখিল ভারতীয় সংযুক্ত সম্পাদক শ্রী সুরেন্দ্র কুমার জৈন।

এদিন শ্রী রাম নবমী মহোৎসব সমিতির সভাপতি দেবব্রত মিত্র বলেন,রামনবমী শোভাযাত্রায় ৫ লক্ষ মানুষ অংশগ্রহণ করবেন। শোভাযাত্রায় ৮১টি ট্যাবলো থাকবে। যা শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করবে। পাশাপাশি ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থাও থাকছে।