মানুষকে না ফেরার দেশে পৌঁছে দিতে সোলার ই রিক্সাকে শববাহী গাড়ি রূপে ব্যবহার শুরু জলপাইগুড়িতে।এতোদিন ছোটো চার চাকার গাড়িকে এই মহৎ কাজে লাগানো হয়ে আসছিলো বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর পক্ষ থেকে। তবে জ্বালানী খরচ ক্রমশ বাড়তে থাকায় পরিষেবা দিতে সমস্যার মুখে পরতে হলেও সামাজিক দায়বদ্ধতা থেকে কেউই পিছিয়ে আসেনি। তবে এবার এই সামাজিক পরিষেবার ক্ষেত্রে এক নতুন দিসা দেখলো জলপাইগুড়ির এক স্বেচ্ছাসেবী সংগঠন।
শহরের চিকিৎসক ডা: সুভ্রোজিত দাস এগিয়ে এলেন এই ব্যাপারে, দুর্ঘটনায় নিহত ভাইয়ের স্মৃতির উদ্দেশ্যে তিনি সৌর চালিত একটি ই-রিকশা কে কিছুটা পরিবর্তন করে শববাহী গাড়িতে পরিণত করে তুলে দিলেন শহরের এক স্বেচ্ছাসেবী সংগঠনের হাতে।
অপরদিকে, এমন একটি শববাহী যান পেয়ে গ্রীন জলপাইগুড়ির স্বেচ্ছাসেবী সংগঠনের সম্পাদক অঙ্কুর দাস, বলেন, এতে খরচ কম যার জন্য বিনামূল্যে সাধারণ মানুষের কাছে এর পরিষেবা আরও বেশী গ্রহণযোগ্য হবে।