কেন্দ্রীয় মন্ত্রীদের বাড়ির বাইরে ধর্নায় রাজ্যের মন্ত্রীরা

দাবি পূরণ না হওয়ায় ফের কেন্দ্রীয় মন্ত্রী জন বারলার বাড়ির সামনে অবস্থান বিক্ষোভ তৃনমূল চা শ্রমিক সংগঠনের। এবার অবস্থান বিক্ষোভে সামিল হলেন আইন মন্ত্রী মলয় ঘটক ও আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। চা শ্রমিকদের চার দফা দাবি নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী জন বারলার বাড়ির সামনে ধর্নায় বসলেন তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন। আইএনটিটিইউসি ও তৃণমূল কংগ্রেসের চা বাগান শ্রমিক ইউনিয়নের কর্মী ও সমর্থকরা সকাল থেকে ধর্নায় বসে।

শ্রমিক সংগঠনের অভিযোগ চা শ্রমিকদের পিএফ দুর্নীতি, কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারমন বাজেটে চা শ্রমিকদের সার্বিক উন্নয়নের জন্য ১ হাজার কোটি টাকা প্যাকেজ ঘোষনা করেছিল সেই টাকার দুর্নীতি, শ্রমিকদের ৫৮ বছরের বদলে ৬০ বছরে অবসর, চা বাগানের ছাত্র ছাত্রীদের স্টাইপেন্ডের টাকা বন্ধ করে দেওয়া সহ একাধিক অভিযোগ নিয়ে এদিন ধর্না শুরু করেছে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন। যে কোন বিশৃঙ্খলা এড়াতে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *