উৎকর্ষ স্মল ফিনান্স ব্যাংক তাদের প্রথম ‘সাস্টেইনাবিলিটি রিপোর্ট’ প্রকাশ করল

নভেম্বর ২০২৪: ২০২৩-২৪ অর্থবর্ষের জন্য উৎকর্ষ স্মল ফিনান্স ব্যাংক লিমিটেড তাদের প্রথম স্থায়িত্ব প্রতিবেদন (সাস্টেইনাবিলিটি রিপোর্ট) প্রকাশ করার কথা ঘোষণা করেছে। ‘ইউ-সাস্টেইন’ (U-SUSTAIN) শিরোনামে প্রকাশিত এই রিপোর্ট ব্যাংকের পরিবেশ, সামাজিক ও শাসন (ESG) নীতির সঙ্গে তাদের কার্যক্রমের সমন্বয়ের উল্লেখযোগ্য অগ্রগতির প্রতিফলন। রিপোর্টে ব্যাংকের কয়েকটি মূল ক্ষেত্র যেমন জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনা, টেকসই সম্পদ ব্যবহার, আর্থিক অন্তর্ভুক্তি, এবং শক্তিশালী শাসন কাঠামোর উপর আলোকপাত করা হয়েছে।

উত্কর্ষ স্মল ফিনান্স ব্যাংকের এমডি ও সিইও, মি. গোবিন্দ সিং জানান, প্রথম স্থায়িত্ব প্রতিবেদন উপস্থাপন করতে পেরে তারা আনন্দিত। এটি ইএসজি নীতির প্রতি তাদের অঙ্গীকারের প্রতিফলন। তিনি বলেন, “আমরা বিশ্বাস করি, টেকসই ব্যাংকিং (sustainable banking) আমাদের দায়িত্বই নয় বরং দীর্ঘমেয়াদী মূল্য (long-term value) সৃষ্টির পথ।”