দেশবাসীর জন্য এবার এক বড় সুখবর। জানা গিয়েছে, টাটা গ্রুপের হসপিটালিটি ব্রাঞ্চ, ইন্ডিয়ান হোটেলস কোম্পানি ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপের সুহেলি এবং কদমত দ্বীপে দু’টি তাজ–ব্র্যান্ডেড রিসর্ট তৈরির জন্য স্বাক্ষর করেছে।
এমতাবস্থায়, লাক্ষাদ্বীপে তাজ ব্র্যান্ডেড রিসর্টগুলি ২০২৬ সালে খোলার আশা করা হচ্ছে। রিসর্টগুলি দ্বীপের সূক্ষ্ম বাস্তুতন্ত্রের স্থায়িত্ব এবং সংরক্ষণের ওপর লক্ষ্য রেখে তৈরি করা হবে। IHCL হল ভারতের বৃহত্তম হসপিটালিটি কোম্পানি।জানা গিয়েছে, তাজ সুহেলিতে ৬০ টি বিচ ভিলা এবং ৫০ টি ওয়াটার ভিলা সহ ১১০ টি রুম থাকবে। আর তাজ কদমতে ৭৫ টি বিচ ভিলা এবং ৩৫ টি ওয়াটার ভিলা সহ ১১০ টি রুম থাকবে। কদমত দ্বীপটি এলাচ দ্বীপ নামেও পরিচিত। মূলত, এটি একটি প্রবাল দ্বীপ। যেটি একটি বৃহৎ লেগুন সহ একটি সামুদ্রিক সুরক্ষিত এলাকা। যা সামুদ্রিক কচ্ছপদের বাসার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।