নতুন করে চিন্তা বাড়িয়ে ইউক্রেনের আকাশে রহস্যময় উড়ন্ত বস্তু দেখা গেলো

সম্প্রতি উঠেছিল বড় অভিযোগ। মার্কিন এয়ারস্পেসের উপর ঘুরপাক খাচ্ছিলো চিনের নজরদারি বেলুন৷ বিরাট হইচই হয়েছে এই ‘গুপ্তচর বেলুন’ নিয়ে। তবে এই বেলুন আদতে কী কাজ করে তা এখনও স্পষ্ট নয়। এবার একই ধরনের উড়ন্ত বস্তু দেখা গিয়েছে ইউক্রেনের রাজধানী কিয়েভে। মনে করা হচ্ছে, তাঁদের সঙ্গে যুদ্ধে লিপ্ত থাকা রাশিয়াই এই বেলুন পাঠিয়েছিল। তবে সেটাও অবশ্য ধ্বংস করাই হয়েছে।

ইউক্রেনের সেনার তরফে জানান হয়, তাঁদের দেশের আকাশে প্রায় ৬টি রহস্যজনক ‘বেলুন’ দেখা গিয়েছিল। সেগুলিকে তারা গুলি করে ধ্বংস করেছে। ইউক্রেনের দাবি, এই বেলুনগুলি রাশিয়া পাঠিয়েছিল আর তাতে নজরদারির বিভিন্ন সরঞ্জাম থাকার সম্ভাবনাই আছে। ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা ও বায়ুসেনার ক্ষমতা দেখার চেষ্টা করছে ভ্লাদিমির পুতিন বাহিনী। প্রসঙ্গত, গত বছরের ফেব্রুয়ারি মাস থেকে টানা যুদ্ধ চলছে ইউক্রেন এবং রাশিয়ার।

উল্লেখ্য, দিন কয়েক আগেই উত্তর আমেরিকার আকাশে উড়তে দেখা গিয়েছিল চিনা বেলুন। পেন্টাগনের অভিযোগ ছিল, আমেরিকার সামরিক ঘাঁটিগুলির উপর নজরদারি চালাচ্ছে বেজিং। যদিও সেই দাবি নস্যাৎ করে চিন পাল্টা দাবি করে, নজরদারি নয়, আবহাওয়া ও বৈজ্ঞানিক তথ্য সংগ্রহের জন্যই ওই বেলুন ওড়ানো হয়েছিল। হাওয়ার ধাক্কায় পথ পরিবর্তন করে সেটি আমেরিকার আকাশে ঢুকে পড়ে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *