সমস্যা সমাধানে বড় ঘোষণা শিয়ালদা ডিভিশনের তরফে

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। কিন্তু অন্যদিকে আমাদের দেশে ট্রেন লেটের সমস্যা বহুদিনের। বিশেষ করে বিগত কয়েকদিন আমাদের রাজ্যের যাত্রীরা সমস্যায় পড়ছিলেন ট্রেন লেটের কারণে।

এবার এই ট্রেন লেটের সমাধান করতে শিয়ালদা ডিভিশন নিয়ে এল নয়া প্রযুক্তি। শিয়ালদা ডিভিশনে আরো মসৃণ ভাবে ট্রেন চলাচলের জন্য ট্রেন ম্যানেজমেন্ট সিস্টেম (টিএমএস) চালু করা হয়েছে। টিএমএস ব্যবস্থা প্রতিনিয়ত নজরদারি এবং নিয়ন্ত্রণ করবে রেল চলাচলকে।

এই সিস্টেমের মাধ্যমে সমন্বয় সাধন করা যাবে স্টেশনের ইন্টার লকিং সিস্টেমের সিগন্যাল, ট্র্যাক সার্কিট এবং পয়েন্টের। এই প্রযুক্তি সহজে চিহ্নিত করতে পারবে রেকগুলিকে। সহজভাবে করা যাবে ট্রেন বাতিল থেকে যাত্রা পথ পরিবর্তনের কাজ। এর ফলে কমবে ট্রেন লেট চলাচলের প্রবণতা। রেল জানিয়েছে আগামী দিনে সব শাখাতেই এই সিস্টেম চালু করা হবে।