বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে একদিকে নিম্নচাপ অন্যদিকে সক্রিয় মৌসুমী অক্ষরেখা। এই দুইয়ের জোড়া ফলায় বৃষ্টি বাড়ছে দক্ষিণবঙ্গে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণবঙ্গের বেশ কয়েক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। হতে পারে অতি ভারী বৃষ্টিও। মোটের উপর এদিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি চলবে। অতি ভারী বৃষ্টি সতর্কতা দুই ২৪ পরগনা, হুগলি, দুই বর্ধমান, বীরভূম, নদিয়ায়। এছাড়াও কলকাতা, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, মুর্শিদাবাদে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে নিম্নচাপ ক্রমশ ঝাড়খণ্ডের দিকে এগিয়ে যাচ্ছে। ধীরে ধীরে তা বাংলা থেকে ঝাড়খণ্ডের দিকে সরে যাবে। ওদিকে বঙ্গোপসাগরে তৈরী হয়েছে ঘূর্ণাবর্ত। এই দুইয়ের মিলিত প্রভাবে এবং সক্রিয় মৌসুমী অক্ষরেখার জেরে বৃষ্টিপাত।