বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই দীর্ঘ দু’বছর জেলে কাটিয়ে পুজোর ঠিক আহেই বাংলায় ফিরে এসেছে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল।
তবে অনুব্রতর জেলমুক্তির পর থেকেই বীরভূমে ফের দিকে দিকে তৃণমূলের গোষ্ঠী কোন্দলের ছবি। বারে বারে বিরোধী গোষ্ঠীর হাতে আক্রান্ত হতে হচ্ছে অনুব্রত অনুগামীদের। কেষ্টর ছবি লাগাতে গিয়ে মার খেলেন তৃণমূলের শিক্ষক নেতা।
দুবরাজপুরের লোবার এলাকায় রাস্তার ওপর একটি অস্থায়ী গেটে দাদা অনুব্রত মণ্ডলের ছবি লাগাচ্ছিলেন জেলা শিক্ষা সেলের সভাপতি অভিজিৎ মণ্ডল। সেই ছবি লাগানো নিয়েই শুরু হয় ঝামেলা। অভিযোগ সেই ছবি লাগাতে বাধা দেয় স্থানীয় অঞ্চল সভাপতি পিনাকী চক্রবর্তী। তিনি প্রায় ১০০ লোক নিয়ে সেখানে হাজির হন।