আসতে চলেছে ক্যান্সারের ওষুধ

বিশ্বের মধ্যে সব চেয়ে মারণাত্মক রোগের কথা হলেই প্রথমেই মনে আসে ক্যান্সারে কথা। ক্যান্সারের চিকিৎসায় এবার এক যুগান্তকারী খবর প্রকাশ্যে এল। মুম্বইয়ের টাটা ইনস্টিটিউটের গবেষকরা ইতিমধ্যেই এমন একটি কারণেই দ্বিতীয়বারের জন্য শরীরে ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেকখানি কমে গিয়েছে।

পাশাপাশি এই ওষুধের মাধ্যমে ক্যান্সারের পার্শ্ব প্রতিক্রিয়াও অনেকখানি কমে যাবে। অর্থাৎ, কেমোথেরাপি বা রেডিয়েশনের মতো চিকিৎসা পদ্ধতির পার্শ্বপ্রতিক্রিয়া ৫০ শতাংশ কম হবে রোগীর শরীরে। বিগত ১০ বছর ধরে এই ওষুধটিকে নিয়ে গবেষণা চলছে। আর এই ওষুধের দাম মাত্র ১০০ টাকা।

এই ওষুধের ফলে নাকি মৃত ক্যানসার সেলের ক্রোম্যাটিন আর নতুন করে ক্যানসার ঘটাতে পারবে না। এখন, ভারতের ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথোরিটির অনুমোদন দিলেই আশার আলো দেখতে পাবেন হাজার হাজার ক্যান্সার রোগী। এরপরে মনে করা হচ্ছে জুন-জুলাই মাস থেকেই এই ওষুধ বাজারে উপলব্ধ হতে পারে।